নিউইয়র্কের পরিচিত মুখ মুকিত-রব-মঈন-ওয়াসী চৌধুরীর মাতৃবিয়োগ

0

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, কুইন্স ডেমোক্র্যাট পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী রব চৌধুরী, মৌলানা গউছ উদ্দীন চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ও সাবেক সিনিয়র সহ সভাপতি ওয়াসি চৌধুরী রমহিয়সী মা হাবিবুন নেছা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় তিনি মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও এক কন্যা সহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।
হবিগঞ্জ জেলাধীন লাখাই উপজেলার কাটিহারা গ্রামের অধিবাসী ছিলেন হাবিবুন নেছা চৌধুরী। তার এক পুত্র আলী চৌধুরী বাংলাদেশ বসবাস করছেন। মরহুমার অপর ৬ পুত্র ও এক কন্যা যুক্তরাষ্ট্র প্রবাসী। জানা গেছে, দুই মাস আগে হাবিবুন নেছা চৌধুরী স্টোকের শিকার হন। পরবর্তীতে তাকে এস্টারিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয় এবং এই হাসপাতালেই তিনি ইন্তেকাল করেন।
নামাজে জানাজা: মরহুমা হাবিবুন নেছা চৌধুরীর নামাজে জানাজা গত ১১ নভেম্বর বুধবার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমার পুত্র মৌলানা গউছ উদ্দীন চৌধুরী। এর আগে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন লু, ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী প্রমুখ। এরপর লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
শোক প্রকাশ: হাবিবুন নেছা চৌধুরীর ইন্তেকালে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি তার আত্মার শান্তি কামনা এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন যাতে আল্লাহ তায়ালা মরহুমা-কে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
অপরদিকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, শেফাজ, সিলেট এমসি গভ: কলেজ এলামনাই এসোনিয়েশন ইউএসএ’র সভাপতি বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুর রহমান সাচ্চু, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েট নিউইয়র্ক-এর সভাপতি ওয়াসীম উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক  সাখাওয়াত হোসেন উজ্জল, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া প্রমুখ হাবিবুন নেছা চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.