বোধ অপাঙক্তেয়/ কাজী আতীক। নিউ ইয়র্ক

0

বোধ অপাঙক্তেয়/
কাজী আতীক।

সব ভাষারই বহু শব্দ কালক্রমে অনুচ্চারিত থেকে যায়
হয় প্রয়োজন ফুরিয়েছে ওসবের
নাহয় এখনো প্রয়োজন পড়েনি উচ্চারণের।

মানুষও যেমন- কারো হয়তো প্রয়োজনীয় হয়ে উঠা হয়না,
কিংবা কারো হয়তো এক সময় ফুরিয়ে যায় প্রয়োজন,
উদ্বাস্তু অনুভব যেমন, কিছু যখোন থাকেনা দেবার।

আমার নিজেরই একটি ডাকনাম ছিলো একসময়
পরিবারে চালু থাকলেও বাইরে এর সীমিত ছিলো ব্যবহার
এখোন আর আমাকে কেউই ডাকেনা সে নামে,
অথচ তুমি? ডাকনামেই তোমাকে জেনেছে সবাই।

যাহোক- কেউ কেউ কিংবা যেসব কীর্তি অভিনবত্বে মহান
স্থায়ীরূপে তারাই কীর্তিমান মানুষ আর ঘটনা কালজয়ী,
বাকি সবার দৌড়ঝাঁপ এক সীমিত গণ্ডিতে কেবল
অ্যাকুরিয়ামের ভেতর আটকে থাকা মাছগুলো যেমন।

(নিউ ইয়র্ক, ১০ এপ্রিল ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.