ভিন্ন বাস্তবতা/ কাজী আতীক । নিউ ইয়র্ক

0

ভিন্ন বাস্তবতা/
কাজী আতীক।

বিজ্ঞানীরা বলেন মহাশূন্য মহাকাশের যাকিছু আমরা
দেখতে পাই খালি চোখে, তা সুদূর অতীতের ঘটনা,
আলোর গতির পরিমাপে আমাদের চোখে ধরা দিতে
যতোটা সময় নিয়েছে, হাজার লাখ কোটি আলোকবর্ষ
ঘটনাটি ঠিক ততো আলোকবর্ষের সমান সময় পুরনো।

ধারনাটা মনে হচ্ছে একেবারেই আনকোরা, অথচ-
আশ্চর্য? এটাই বাস্তবতা, সঠিক উপাত্ত সবসময়ের।

যদিও আমাদের পরিপার্শ্বিক বাস্তবতা ভিন্ন আঙ্গিকের?
সরাসরি বর্তমানকে এখানে ধারণ করি খালি চোখে,

যেমন- হিম প্রবাহ শুরু হলে বৃক্ষরাজির পাতা ঝরে
কখনো তোষার পাত হয় পেঁজা তুলোর মতো,
কখনো বরফ কুঁচি ঝরে ইলশেগুঁড়ি মিহিদানা যেমন,
হয়তো কখনো পিচ্ছিল ব্ল্যাক আইস জমে থাকে সড়কে,
আবার কখনো বরফ বৃষ্টি মিলে মিশে ঝরে একসাথে।

যদি একটি প্রবাহে আরেকটি প্রবাহ মিলে মোহনা নদীর
কখনো আলাদা অস্তিত্ব নিয়ে, কখনো একাকার মিশে
আবার সমুদ্রে পাশাপাশি দুটো স্রোত নিজস্ব অস্থিরত্বের।

যেহেতু ঘটনা প্রবাহ ভূপৃষ্ঠেই সংঘটিত হচ্ছে তাই
যখোন ঘটছে তখোনই দেখতে পাই, তবে প্রশ্ন হচ্ছে-
যাকিছু প্রকৃতিতে ঘটে, এসবের- কিছু কি বিভ্রাট?
নাকি সবই অমোঘ? একই এক স্বাভাবিক নিয়মের?

যাহোক তবে মানব প্রকৃতির সরলীকরণ সহজ নয় এমন,

যখোন নিশ্চিত ছিলো না আনুপূর্বিক অনুভব অনুভূতি
তাই হয়তো ঘটে যেতে পারে সংকল্প বিভ্রাট, যেমন-
চেনা পথেও কখনো অসতর্ক ভুল বাঁক নিয়ে নিলে,
জানা শব্দেও যেমন কখনো হয়ে যায় বিভ্রাট বানানে।

অতএব যা ঘটার তা ঘটবেই এবং ঘটবে অবলীলায়
বস্তুত ঘটনা প্রবাহে আসলেই কারো কোনো হাত নেই।

(নিউ ইয়র্ক, ২৭, আগস্ট ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.