মহাবিশ্ব- সৃষ্টির এক জটিল বিস্ময়/ কাজী আতীক

0

মহাবিশ্ব- সৃষ্টির এক জটিল বিস্ময়/
কাজী আতীক।

মহা বিশ্ব যদি স্ট্যাটিক হতো-
তবে অগণন নক্ষত্র আলোর ফোয়ারা বইতো অন্তরীক্ষে
পৃথিবীতেও আর রাত হতো না কখনো
সূর্যের উদয়াস্তও মানে থাকতো না কোনো।

মহাবিশ্ব ক্রম বর্ধমান তাই পৃথিবীতে সময় চলমান,
তবে কোথাও নিশ্চয়ই সময় স্থির হয়ে আছে!
হয়তো সপ্তম আকাশ এবং সপ্তম জমিনের ওপারে।

এক অপূর্ব সমন্বিত কারিগরি স্রষ্টার
ক্রম বর্ধমান মহাবিশ্ব, সৃষ্টির এক জটিল বিস্ময়।

(নিউ ইয়র্ক, ২৬ আগস্ট, ২০২২)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.