উপাত্ত আলামতের খোঁজ । কাজী আতীক । নিউ ইয়র্ক

0

উপাত্ত আলামতের খোঁজ /
কাজী আতীক।

যাকিছু বহমান তারমধ্যে কেবল বাতাসেই থাকে খোঁজে
উৎস অভিমুখ, শুনো বাতাসের সংলাপ,
আদি মানুষের দীর্ঘশ্বাস থেকে শুরু করে
কথিত অগ্রসর মানুষের বিঘ্ন উপাখ্যান, আছে সন্ধান।

বাতাসের প্রবাহ যে ধূলিকণা উড়ায় এখান থেকে ওখানে
তাতেও রয়েছে খোঁজ পুরনো দিনের সব ঝড়ের আলামত
যে ঝড়ের প্রকোপ ছিলো ক্ষিপ্ত ভীষণ,
ভেঙ্গেছিলো প্রেমের নিযুত কুঞ্জবন, আছে উপাত্ত বিবরণ।

এখোন এই সময়েও আছে অযুত নিকৃষ্ট জন পৃথিবীতে
যারা থর থর উঠে যায় উপরে উল্কার গতিতে
নিরীহ অভাজনের কাঁধকে সিঁড়ী বানিয়ে অবলীলায়,
সেসব খোঁজও জানবে প্রজন্ম আগামীর, বাতাসের শপথ।

(নিউ ইয়র্ক, ১৫ অক্টোবর ‘২০২০)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.