অপেক্ষমাণ/ কাজী আতীক

0

অপেক্ষমাণ/
কাজী আতীক।

নিশ্বাসগুলো নিঃস্ব হবার পথে-
শুনছিলাম “আমি যামিনী- তুমি শশী হে….”

তুমি তখোনও পথের বাঁকে একটু যেনো দ্বিধাহত
চোখের পলক সামলে নিলো অশ্রু পতন,
আমি ফিকে আলোয় দেখতে পেলাম যেনো
মুয়রী পেখম তোমার আকাশ শুভ্র ধুসর শরত মেঘের।

অবাক চেয়ে আমি-
এক নতুন আশা, ভালোবাসার অরুণ দ্যুতি অপেক্ষমাণ,
হাত বাড়ালেই ছুঁতে পারি, তবু ছুঁই না যেনো,
তোমার হাত বাড়ানোর প্রতীক্ষাতে আজো আমি,
তুমি দেবে কি হাতখানি?

(নিউ ইয়র্ক, ৩ এপ্রিল ২০২৩)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.