বৈশাখী মেঘ রঙ্গিন – ম.ম.রবি ডাকুয়া

0

বৈশাখী মেঘ রঙ্গিন
ম.ম.রবি ডাকুয়া

প্রলয় বেগে দোলায় মেঘে,
নব বরষে নব হরষে,
মেঘের জল লয়ে কাঁদে আঁখি
ঝরার বাকী,
তোমার বিরহে।

জ্যোৎস্নার হাত ধরে যে রাত হয় প্রভাত,
তার নেই কোন অনুশোচনার সহজাত।
পোড়া অন্তরে তবু মেঘ মুক্ত গৃষ্ম,
তুমি হীন এ নিশ্ব হবার দৃশ্য,
ছাই ভষ্ম হীন এই প্রেম বিষাদি দিন,
এলো বৈশাখী মেঘ রঙ্গিন।

তবু এ বৈশাখে
ভুল করে নাচে ওই সাখে,
সখি মোর কালবোশেখী।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.