অতঃপর নিরন্তর ক্লেদাক্ত মনন। কাজী আতীক। নিউ ইয়র্ক

0

অতঃপর নিরন্তর ক্লেদাক্ত মনন/
কাজী আতীক/

একটু একটু যেনো ধূর্ত পা ফেলে বইছে নিলাজ কূটচাল অভিপ্রায়ি,
কালের ক্যানভাসে হতবাক আঁকছে সময়
তারই কিম্ভুত কদাকার স্বরূপ, যেনো বিভ্রম বিকার প্রতিকৃতি,
হতবুদ্ধি পা ফেলে অজানার পথে বাধ্য হাঁটছে নিরুপায় পৃথিবী
অতঃপর তোমার অভিলাষ, কোন পথে যাবার? শঙ্কিত সলাজ তুমি!

যাকিছু মীমাংসিত ছিলো সমাজ ধর্ম বর্ণ কিংবা রাষ্ট্রের বর্ম
প্রবল নাড়িয়ে দিচ্ছে ভিত, খসিয়ে নিচ্ছে খোলনলচে সব
কেবল আত্মপক্ষ স্বার্থসিদ্ধি উদ্গত সুচতুর হিংস্র থাবায়,
অতঃপর বিভাজন, আবারো বিভাজন, খণ্ডিত বিখণ্ডিত পৃথিবী
ন্যায় অন্যায় সীমানা বিহীন বাড়ছে অবিরাম মানবিক অসংগতি,

একটু একটু যেনো ধূর্ত নখরে খামছে ধরেছে গোলকের পরিধি,
অতঃপর নিরন্তর ক্লেদাক্ত মনন বাড়ছে অবিশ্বাস বিপন্ন সম্প্রীতি।

(নিউ ইয়র্ক, ২১ নভেম্বর ‘২০২০)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.