বিন্দুবাড়ি । মুহম্মদ নূরুল হুদা

0
বিন্দুবাড়ি
মুহম্মদ নূরুল হুদা
সাইবেরিয়া থেকে উড়ে আসা
পালকটি ছুঁয়ে দেখতে দেখতে
আমি খুব কাছে এলাম
এক সারসের কাছে; তার
মরণশীল চোখজোড়া খোলা।
বিন্দুবাড়ির মাটির ঘরে বন্দি হাঁসেরা
সাঁতার কাটছে হ্রদে ও সাগরে;
তাদের ডানাগুলো আধা-ভাঙা।
বিন্দুবাড়ি এক নির্মীয়মান ভেষজবাড়ি,
আর আমি তো এক তরু মাত্র।
মুক্ত পায়ে হেঁটে হেঁটে খুব তাড়াতাড়ি
আমিও কিন্তু মেপে নেবো এই মহাপৃথিবী।
BinduBari
Touching a feather flying from Siberia,
I came close to a crane; mortal eyes wide open.
Confined in a mud-home in Bindubari,
Birds swam in seas and lakes, their wings half-broken.
BinduBari is a herbal resort in making, I’m a tree;
Soon I shall measure the universe, legging it free.
04.01.2021
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.