ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান পিন্টু বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান পিন্টু বিশ্বাসস্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা ফুটবল মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় কুষ্টিয়ার পোড়াদহ স্পোর্টস একাডেমী ১-০ গোলে ঈশ্বরদী আর.জি.ডি উন্নয়ন সংঘ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত থাকার পাশাপাশি ক্রীড়ামুখী সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার মাধ্যমেই মেধার বিকাশ সম্ভব। আগামীদিনেও এমন ধরনের উদ্যোগে তিনি আয়োজকের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এমন ভাবে দিঘা ঈশ্বরদীর স্মরণীয় জায়গা। এটি মুক্তিযুদ্ধের চরণ ভূমি, মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে তা জড়িয়ে আছে।”

এরআগে টুর্নামেন্টের উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। আর.জি.ডি উন্নয়ন সংঘের সভাপতি জিয়াউল ইসলাম সন্টু সরদারের সভাপতিত্বে খেলায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাবেক জাতীয় সাংসদ-সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুরাদ প্রামাণিক, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান ভোলা, ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি খাইরুজ্জামান দিপু, সাধারন সম্পাদক সুমন হোসেন, সহসভাপতি আসিফুজ্জামান আসিফ প্রমুখ।

বিজয়ের মাস উপলক্ষে আর.জি.ডি. সংঘ এই টুনামেন্টের আয়োজন করে। প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহন করে। সোমবার ছিল টুনামেন্টর ফাইনাল খেলা। আয়োজক সূত্রে জানা গেছে, টুনামেন্টের সার্বিক পৃষ্টপোষকতায় ছিলেন জেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার এমলাক হোসেন বাবু বিশ্বাস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.