ডোমারে জমি ও ঘর পেলো ২০০ অসহায় পরিবার

0

সত্যেন্দ্র নাথ রায় নীলফামারী প্রতিনিধি : নীলফামারী ডোমারে ব্যাপক উৎসাহ উর্দ্দীপনার মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ ঘর পেলো ২০০ অসহায় পরিবার। প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সে’র মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম তালিকাভূক্ত উপকারভোগী অসহায় পরিবার প্রধানদের হাতে জমির দলিল ও সার্টিফিকেট প্রদান করেন।

২০জুন রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ নীলফামারীর উপপরিচালক আব্দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান,এসিল্যান্ড মনোয়ার হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, শিক্ষা অফিসার আমির হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম,বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন,বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক,ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন সহ প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান প্রমূখ উপস্থিত ছিলেন।

হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার সুবিধাভোগী হবিবর ইসলাম জানান,আজ মাননীয় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে ভীষন ভাল লাগছে বিশ^াস হচ্ছিলনা কোনদিন পাকাঘরে ঘুমাতে পারব। আমি দোয়া করি প্রধানমন্ত্রী যেন সুস্থ্য থাকেন, ভালো থাকেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.