বান্দরবানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা

0

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: আসন্ন আগামী ৫ম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে ১নং কুহালং ইউনিয়নে মহিলা আসন ৪.৫.৬ কুহালং ইউনিয়নে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছে।

৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বান্দরবান নির্বাচন কমিশন কার্যালয় অফিসে দলবদ্ধ হয়ে মনোনয়ন ফরম জমা দেন।

এইদিকে ইউপি নির্বাচনে কুহালং, টংকাবতি ও সুয়ালকসহ তিনটি ইউনিয়নে মোট ভোটারে সংখ্যা রয়েছে ২০হাজার ১৫ জন, তারমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ১শত ৯৭জন ও মহিলা ভোটার রয়েছে ৯ হাজার ৮শত ১৮ জন।

জানা যায়, আগামী ৫ই জানুয়ারী ২০২২ সালে প্রথম বছরে শুরু হতে যাচ্ছে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এইবারে ইউপি নির্বাচনে ৪নং সুয়ালক ইউনিয়নে আওয়ামীলীগে নৌকা প্রার্থী পদে ১জন, ও ১জন স্বতন্ত্র পদে, কুহালং ইউনিয়নে নৌকা প্রার্থী পদে ১জন, ও টংকাবতী ইউনিয়নে নৌকা প্রার্থীর ২জন, স্বতন্ত্র প্রার্থী পদে ১জন ও সরক্ষিত সদস্য আসন পদে ১শত জন উপরে মনোনয় পত্র সংগ্রহ করেছে।

  1. বান্দরবান নির্বাচন কার্যালয়ের অফিস সহকারি জানান, আগামী ৫ই জানুয়ারী ৫ম ধাপে ইউনিয়নে নির্বাচনে ৪.৫.৬ কুহালং ইউনিয়নে মহিলা মেম্বার সদস্য পদে সিংসিং উ মারমা মনোনয়ন জমা দিয়েছে। বিকাল হলে কতজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে তার সঠিক তথ্য জানতে পারব।
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.