বান্দরবান লামায় ১৭টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

0

রিমন পালিত : বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলা লামা উপজেলায় ৪৬ কোটি টাকা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । ( ২৭ নভেম্বর২০ইং শুক্রবার বেলা ১১টায়) মন্ত্রী এসব উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এক জনসভায় ভাষন দেন। বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে খুবই আন্তরিক। পার্বত্য চট্টগ্রামে জনগোষ্ঠির উন্নয়নে বর্তমান প্রধান মন্ত্রী এতদাঞ্চলে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। লামা পৌর মেয়র-উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এলজি আরডি সচিব মো. হেলালুদ্দিন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুর রশীদ খান, লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার,রেজা রশীদ আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান জাহিদ উদ্দিন, পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, উপজেলা আওয়ামিলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো জালাল উদ্দীন কোম্পানি, আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন বি এ, সহসভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ মিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্যানেল চেয়ারম্যান, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ কার্যকরী সদস্য ও মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শুক্কুর, সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, যুবলীগের সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়,প্রমূখ। এর আগে মন্ত্রী এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, সড়ক ও জনপথ কর্তৃক বাস্তবায়নাধিন অনেক কাজ পর্যন্ত তিন কি:মি: রাস্তা উন্নয়ন, ১৩ কোটি টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নাধিন লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। একই সময় ৫৯ লাখ ২১ হাজার টাকা ব্যায়ে লামা মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুগার নির্মান কাজের উদ্বোধন, ৬৭ লাখ ৭২ হাজার টাকা ব্যায়ে লামামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন, ৮৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যায়ে শীলেরতুয়া মার্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন করেন। এছাড়া ২৭ লাখ টাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা-রুপসীপাড়া-অংহ্লাপাড়া রাস্তা উন্নয়ন, ২৫ লাখা টাকা ব্যায়ে লামা মিশনঘাট জামে মসজিদ উদ্বোধন, ২০ লাখ টাকা ব্যায়ে মাতামুহুরী কলেজ ডাইনিক হল-ওয়াশরুম নির্মান (বৈদ্যুতিক পাখা সরবরাহ) উদ্বোধন ও ৪০ লাখ টাকা ব্যায়ে কলেজের ছাত্রবাস উধ্বমূখী সম্প্রসারণ ও কলেজের অভ্যান্তরীণ রাস্তা উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী ও এলজিআরডি সচিব।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.