কাপ্তাই থানার বিশেষ অভিযান  ইঞ্জিল বোটে ৩ হাজার লিটার  চোলাই মদের চালানসহ আটক – ২   

0

মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে মিশন হাসপাতাল সংলগ্ন  থানাঘাট নামক স্থানে কর্নফুলী নদী দিয়ে অভিনব কায়দায় পাচার কালে কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইঞ্জিন চালিত বোটে ৩ হাজার লিটার চোলাই মদের বৃহৎ চালানসহ ২ জনকে আটক করার সংবাদ পাওয়া গেছে।   সাম্প্রতিক সময়ে কাপ্তাই উপজেলায় সর্ব বৃহত চোলাই মদের চালান ধরা পরেছে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার আটককৃতদের রাঙামাটি জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়  গত ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) রাত প্রায় পৌনে ৯টার দিকে এ মাদক নদী পথে পাচার কালে আটক হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক প্রতিটি বস্তায় ৩০ লিটার করে মোট ১শ’ টি প্লাস্টিকের বস্তায় চোলাই মদ মজুদ ছিল। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এসময় বোটে থাকা দু’জনকে হাতে নাতে আটক করা হয় এবং ৪ জন পালিয়ে যায় বলে সূত্র জানায়।

আটককৃত ব্যাক্তিদ্বয়ের নাম আনু প্রু মারমা (৪৭), পিতা- মৃত হ্লাক্রই প্রু মারমা ও সায়মন মারমা (২৫), পিতা- স্যামং মারমা। তারা উভয় রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার বাসিন্দা।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে বিষয়টি নিশ্চিত হয়ে তার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ  ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।। রাত প্রায় পৌনে ৯টার সময়  ইঞ্জিন চালিত একটি বোটকে থামানোর  চেস্টা করলে  বোটটি দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় অন্য বোটের সহযোগিতা নিয়  উক্ত বোটকে ধাওয়া করে কর্নফুলি নদীর উত্তর পাড়ে থানাঘাটে আটক করা হয়। বোট তল্লাশীর পর বিশাল মদের চালান এবং ২ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আসামীদের সঙ্গে থাকা ৪ জন পালিয়ে যায়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের মঙ্গলবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

পাশাপাশি চন্দ্রঘোনা থানা ও ঐ দিন বেলা সাড়ে ১১ টার সময়  অভিযান চালিয়ে  চন্দ্রঘোনা থানার এস আই মোঃ কাউছার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রাইখালী ইউপি এলাকাধীন খন্তাকাটা নামক স্থানে চট্টগ্রাম থ- ১৪-০০৩৩ নম্বরের একটি সিএনজি আটক করে। উক্ত সিএনজি তল্লাশি চালিয়ে ষ্টিলের বক্সভর্তি সাদা প্লাষ্টিকের পলিথিনে মোড়ানো ২৩টি পলিথিনের প্যাকেটে রাখা মোট ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে।

এসময় চোলাই মদ পাচার করার অভিযোগে সিএনজি চালক মোঃ মোবিনুল ইসলামকে (৩০) আটক করে। জব্দকৃত চোলাই মদ ও সিএনজিসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে মঙ্গলবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.