পাবনার চাটমোহরে করোনা সচেতনতায় বতিক্রমী উদ্যোগ ।

সড়ক চিত্রাংকনে ছড়িয়ে দেয়া হচ্ছে সচেতনতার বার্তা ।

0

পাবনা প্রতিনিধি : করোনা সচেতনতায় পাবনার ফেসবুক পেজ ‘চেতনায় চাটমোহর’র উদ্যোগে নেয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সড়কে চিত্রাংকন করে মানুষের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে সচেতনতার বার্তা। শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচদিনব্যাপী এ কর্মসূচী চলবে।
প্রথমদিনে চাটমোহর পৌর সদরের জারদিস মোড়ে শুরু হয় এ কর্মসূচী। করোনাভাইরাস সচেতনতায় রাস্তায় ছবি আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এ সময় বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শিশু-কিশোর এই কর্মসূচীতে একাত্ততা প্রকাশ করে নিজেদের হাতের ছাপ রেখে যান চিত্রাংকনে অংশ নিয়ে। এছাড়াও শনিবার দ্বিতীয়দিনে পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় চিত্রাংকন করা হয়। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন এই কর্মসূচী বাস্তবায়নে। সেইসাথে বেশকিছু শিশু-কিশোর শিক্ষার্থী স্বত:স্ফূর্তভাবে এই ছবি আাঁকায় অংশ নেন। আবার অনেক বাবাও তার সন্তানকে নিয়ে এই কাজে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, মানুষ অপ্রয়োজনে পথে বের হচ্ছেন। মুখে মাস্ক থাকছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। তাই পথচারীদের জন্য পথেই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ। যাতে করে পথ চলতে চলতে মানুষ এই ছবি দেখে যেন নিজেকে অনুভব করেন। এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজ ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.