গাংনীতে পৌর নির্বাচনের পরিস্থি নিয়ে শঙ্কা সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী মেয়র আশরাফুল ইসলামের মতবিনিময়

0

মেহেরপুর প্রতিনিধি : আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্বতন্ত্র প্রার্থী মেয়র আশরাফুল ইসলাম। সোমবার বেলা ১১ টার দিকে তার নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে প্রচারণায় বাঁধার সম্মুখীন ও কর্মীদের হুমকী ধামকী দেয়া হচ্ছে বলে দাবী করেন। সেই সাথে তুলে ধরেন বিগত দিনের উন্নয়ন। আশরাফুল ইসলাম বলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আহম্মেদ আলীর (নৌকা প্রতীক) সমর্থকরা আমার কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে চলেছেন। গত রোববার আমার বাড়ীর সম্মুখে নির্বাচনী অফিসে এসেও কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে গেছেন। এ ছাড়াও প্রচার মাইক ভাংচুর করা হয়েছে বলেও জানান আশরাফুল ইসলাম।

তিনি আরো জানান, বর্তমান নৌকার প্রার্থী বিরোধী দলীয় বিএনপি’র সাথে হাত মিলিয়ে আমি যাতে পৌর নির্বাচনে জয়লাভ না করতে পারি তা নিয়ে ব্যস্ত রয়েছেন। যার ফলে বিএনপি নির্বিঘেœ প্রচারণা চালিয়ে গেলেও আমি ও আমার লোকজন প্রচারণা চালাতে পারছিনা। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

অপরদিকে বিগত দিনের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, নিরলসভাবে পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নিত করেছেন। এ ছাড়াও পাঁকা সড়ক নির্মাণ, সড়ক বাতি, ড্রেনেজ ব্যবস্থাসহ পৌরবাসীদের সেবাদানে সর্বাত্মক চেষ্টা করেছেন। নির্বাচনে বিজয়ী হলে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলে পৌরবাসীরা বাড়ি থেকে পা ফেলেই পৌরসভার উন্নয়নের স্পর্শ পাবেন।

নাগরিক ট্যাক্স বিষয়ে তিনি বলেন নাগরিকদের দেওয়া ট্যাক্সে নির্ভর করে পৌরসভার গ্রেড ও বরাদ্দ। যে পৌরসভায় যত পরিমান ট্যাক্স আদায় হবে সরকারিভাবে সেই পৌরসভার বরাদ্দ তত বেশি। পৌরবাসির উদ্দেশ্যে মেয়র আশরাফুল ইসলাম বলেন ট্যাক্স মৌকুফ চান? নাকি পৌরসভার উন্নয়ন চান? আপনাদের দেওয়া কয়েকটি টাকা ট্যাক্স আপনার পৌরসভার চিত্র বদলাতে সহায়তা করছে। ট্যাক্স মৌকুফের প্রলোভনে আপনার মুল্যবান ভোট বুঝে শুনে দেবার চেষ্টা করবেন বলে ভোটারদের আহব্বান করেন পৌর মেয়র। এছাড়াও মতবিনিয় সভায় পৌর সভায় বিভিন্ন উন্নয়নের জন্য প্রায় ৭৬ কোটি টাকার কাজ চলমান রয়েছে।

আমি যদি আগামী নির্বাচনে নির্বাচিত না হতে পারি তবে যিনি মেয়র হিসেবে দায়িত্ব নেবেন তিনি যেন চলমান কাজ গুলো সঠিক বাস্তবায়ন করে পৌর নাগরিক সুবিধা বৃদ্ধি করেন এমন আহবান রাখেন। মতবিনিময় সভায় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.