বান্দরবানে দুস্থ মানুষের পাশে বান্দরবান সেনা রিজিয়ন
দুই মুঠো ডাল ভাত আর তাতেই খুশি পাহাড়ি অঞ্চলের সাদাসিধা মানুষ গুলো। কিন্তু করোনা পরিস্থিতিতে বেঁচে থাকা কঠিন হয়ে উঠেছিল বান্দরবানের পাহাড়ি অঞ্চলের দুস্ত মানুষগুলোর ।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবান : দুই মুঠো ডাল ভাত আর তাতেই খুশি পাহাড়ি অঞ্চলের সাদাসিধা মানুষ গুলো। কিন্তু করোনা পরিস্থিতিতে বেঁচে থাকা কঠিন হয়ে উঠেছিল বান্দরবানের পাহাড়ি অঞ্চলের দুস্ত মানুষগুলোর । করোনা পরিস্থিতির কারণে সম্পূর্ণভাবে মানবেতর জীবন কাটাচ্ছে কর্মহীন হয়ে তারা। আর তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে বন্ধুর মতো বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান সেনা রিজিয়ন। জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনায় গত ২৫ শে মার্চ ২০২০ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে।
এরই অংশ হিসেবে আজ ৫ জুন শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় সেনা রিজিয়নের তত্ত্বাবধানে সেনা জোন সমূহ (২৬ বীর, বান্দরবান জোন, ২৩ বীর, আলীকদম জোন, ও ২৭ ই বেংগল, রুমা জোন) বিভিন্ন দূর্গম পাহাড়ি এলাকায় লকডাউনে থাকা নিম্নবিত্ত, গরিব, অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। শুধু তাই নয় উঁচু পাহাড় ও দূর্গম অঞ্চলে পায়ে হেঁটে নিজ কাঁধে করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র জন সাধারণের ঘরে ঘরে এ ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেন তারা। এ বিষয়ে বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান, এএফডব্লিউসি, পিএসসি, বলেন বর্তমান
করোনা পরিসিহতে আমরা কর্মহীন দরিদ্র পরিবার গুলোকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ সহযোগীতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সেনাবাহিনী কর্তৃক এই ধরনের কার্যত্রুম অব্যাহত থাকবে। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি ফেস মাস্ক পরিধান করতে জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়। এই দূর্যোগময় পরিস্থিতিতে এ ধরণের মানবিক সহযোগীতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন খাদ্য সামগ্রী গ্রহনকারী পরিবারের সদস্যগণ। তারা আরো বলেন সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে আছে বলে তারা দুর্দিনে এ সুবিধা পেয়েছে। তাই প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কষ্টে থাকা সকল কর্মহীন পাহাড়ি অঞ্চলের দুস্থ মানুষজন।