পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে গাছ রোপন করার আহবান জানান সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স

এমপি গোলাম ফারুক প্রিন্স পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বাড়ির আঙ্গিনায় একটি করে ফলদ ও বনজ গাছ লাগানোর আহ্বান জানান।

0

পাবনা প্রতিনিধি : পাবনায় সীমিত পরিসরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের লাইব্রেরি বাজারস্থ বাই দ্য বাই ক্লাব এর পাশে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম ফারুক প্রিন্স পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বাড়ির আঙ্গিনায় একটি করে ফলদ ও বনজ গাছ লাগানোর আহ্বান জানান। সেই সাথে করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। দিবসটি সম্পর্কে তিনি বলেন, দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে, পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। এ কারণে প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো “প্রকৃতির জন্য সময়’ এর লক্ষ্য কীভাবে পৃথিবীর বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের বিকাশ করা যায়, সেই রূপ কাঠামো গঠন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, জেলা যুবলীগের সাবেক সফল সভাপতি শরীফ উদ্দীন প্রধান, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, পৌর আওয়ামীলীগের সদস্য কামরুজ্জামান রকিসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.