গাইবান্ধায় তিস্তা নদীর ভাঙ্গনে শতাধিক ঘড় বাড়ি নদী গর্ভে বিলীন

গাইবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে । ইতিমধ্যে প্রায় শতাধিক ঘড়-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে ।

0
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে । ইতিমধ্যে প্রায় শতাধিক ঘড়-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে । অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গনে বসতবাড়ী আবাদি জমি সহ গুরুপ্ত পূর্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার মো: সৈয়দ-ই-মাহামুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: খাদেমুল ইসলাম, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, ইউপি সদস্য মো: আশাদুজ্জামান আলম, মো: আলতাফ হোসেন খুশি সহ অন্যান্য কর্মকর্তা গণ ঘটনাস্থল পরিদর্শন করে ভাংঙ্গন রোধের প্রতিশ্রুতি জানিয়েছে । ইউপি শহিদুল ইসলাম জানান তিস্তা নদীর অব্যাহত ভাঙ্গনে গত কয়েকদিনে ৮ ও ৯ নং ওয়ার্ডের শতাধিক ঘড় বাড়ি নদী ভাঙ্গনের কবলে পড়ে অন্যত্র গিয়ে মানবেতর জীবন যাপন করছে। এলাকাবাসী অতিদ্রুত ভাংঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে ।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.