ব্যস্তানুপাতিক/ কাজী আতীক । নিউ ইয়র্ক

0

ব্যস্তানুপাতিক/
কাজী আতীক।
জলে ভাসা জল কি আর বাঁধা মানে কোনো
যেমন আগুনে আগুন যদি পাখা মেলে কখনো
পুড়ে খাক হয় বসতি, উজাড় হয় অরণ্য,
যদিও বাতাসে বাতাস ভেসে বহমান নিয়ত
মৃদু হলে জীবন আর ঝড়ো হলে? ধ্বংস অনিবার্য।
যে তুমি বুঝোনা ওসব, কিভাবে জানবে বলো
পথ যদি পথে হাঁটে শুধু, তবেই না সড়ক শোভন
হৃদয়ে হারায় হৃদয়, হৃদয় লগ্নী হয় কেবল।
চাইলেই কি ফেরানো যায় বলো লগ্নি স্পন্দন?
যেমন- কখনো ফেরে না স্রোত উৎসে নদীর।
(নিউ ইয়র্ক, ৬ এপ্রিল ‘২০২১

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.