কোনো আগ্রাসনই কাম্য নয়, তবে-/ কাজী আতীক

0

কোনো আগ্রাসনই কাম্য নয়, তবে-/ কাজী আতীক

যুগ পাল্টেছে, পাল্টেছে গতি, পাল্টেছে প্রকৃতি,
কেবল পাল্টাওনি তুমি এবং তোমরা
সেই আগের মতোই বেশ আছো,
স্বাচ্ছন্দ্য সাবলীল, হিংস্র প্রশস্ত ফণার অজগর।
অথচ এই সেদিনের অতিমারি ‘করোনা’
সামান্য এই বছর দুই সময়েই পাল্টেছে বুল
হাজারবার কিংবা তারচেয়েও বেশি,
এক ছ্যাঁচড় বাঁদর প্রকৃতি
কিছুতেই মানুষের পিছু ছাড়ছিলো না যেনো,
অতঃপর ওমিক্রন এলো, পালটে গেলো দৃশ্যপট,
অনেকটাই যেনো এক আশীর্বাদের মতো।
অথচ তুমি এবং তোমরা প্রশস্ত ফণার অজগর,
আর সাড়াশি থাবার ঈগল, আগ্রাসী আবারো,
একা সমুদ্রের ভয় আবহে, অথবা
একা আকাশের নিঃসঙ্গতায় নাভিশ্বাস হয়ে-
তারপরও বলবো ফিলিস্তিনে ওরাওতো মানুষ,
ইরাক ইরান সিরিয়া লিবিয়া ইয়েমেন লেবানন
কিংবা রোহিঙ্গা? মানুষ কি কেবল ইউক্রেনে?
ইউক্রেনের অশ্রু মোছাতে ব্যস্ত যে পশ্চিমা বিশ্ব
তারাই কি রক্ত ঝরায়নি আরবে?
কোনো আগ্রাসনই কাম্য নয় যদিও
তারপরও বলবো তড়িগড়ি রাশিয়াই কেনো?
এরকম নিষেধাজ্ঞা কি বহু আগেই
পাওনা ছিলো না ইস্রাইলের? কিংবা মিয়ানমারের?
ইউরো মার্কিন আগ্রাসবের কথা নাহয় বাদই দিলাম।
হায়রে মানবতা, হায়রে মানবিকতা!
স্থান কাল ভেদে আমূল পাল্টে যাওয়া এক ধারণা.
সত্যিকারের বিশ্ববিবেক কি কখনো হবে না জাগ্রত?
(নিউ ইয়র্ক, ৬ মার্চ, ‘২০২২)
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.