মেহেরপুরের দুই উপজেলার নয় ইউনিয়নে মনোনয় পত্র জমা সম্পন্ন

0

মেহেরপুর প্রতিনিধ: সারাদেশের মতই দ্বিতীয় দফায় মেহেরপুরের দুই উপজেলায় চলছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। রবিবার বিকেল ৫ টা পর্যন্ত সময় ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময়। শেষ সময় পর্যন্ত দুই উপজেলায় মনোনয়ন পত্র জমা হয়েছে চেয়াম্যান পদে ৫১ জন, সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩শ ৩৩ জন, সংরক্ষিত সদস্য(নারী) পদে ৯৯জন।

দুই উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, গাংনী উপজেলার পাচঁটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ৫ জনসহ ৩১ জন সাধারণ সদস্য পদে ১৮৪জন ও সংরক্ষিত নারী আসলে ৫৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গাংনী উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের নির্বাচন দ্বিতীয় দফায় সম্পন্ন হবে। এ উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোটার সংখ্যা ১১৮৬৯০ জন,পুরুষ ৫৮৮৮৫, নারী ৫৯৮০৫জন।

মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৪ জনসহ ২০ জন। সাধারণ সদস্য পদে ১৪৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চারটি ইউনিয়ন নিয়ে গঠিত মুজিবনগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৪৫৩ জন, পুরুষ ভোটার ৪৩ হাজার ৭৩৭ জন ও মহিলা ভোটার ৪৩ হাজার ৭১৬ জন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.