জোড়া শালিক/ কাজী আতীক । নিউ ইয়র্ক

0

জোড়া শালিক/
কাজী আতীক।

পা’দুটো ইতিউতি ঘাসের ভেতর ঠোঁট ডুবিয়ে কিছু খুঁজছে,
মাঝে মধ্যে এ ওর মুখের দিকে তাকায়, কিছু না বলে
আবার মননিবেশ করে আহার্য কিছুর অনুসন্ধানে।

ওদের ডানে বায়ে পেছনে এবং সম্মুখে গোটা পৃথিবী
ওদের কোনো ভ্রূক্ষেপ নেই যেনো কোনো কিছুতেই,
ওরা হয়তো কেবল নিজেদের কথাই ভাবছে এবং খুঁজছে।

অনেকগুলো জোড়া চোখ অবাক দেখছে ওদের, ক্ষতি নেই
হয়তো ভাবছে- দূর থেকেই যখোন দেখছে, দেখুক না,
আমিও দেখছি, যেনো জোড়া শালিক আমার মুগ্ধ অনুভবে।

জোড়া শালিক দেখতে পাওয়া চোখে- পয়মন্ত বলে লোকে।

(নিউ ইয়র্ক, ১৬ অক্টোবর ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.