করোনা ওমিক্রণ প্রতিরোধে রাঙামাটিতে স্বাস্থ্যবিধি মানাতে উদ্বুদ্ধকরণে মাঠে ডিসি-এসপি

0

মাহফুজ আলম, নিজস্ব প্রতিনিধি কাপ্তাই ( রাঙামাটি) থেকে : রাঙামাটি জেলা করোনা সংক্রমন সংক্রান্ত রেডজোন ঘোষনা হওয়ায় ১৩ জানুয়ারি জরুরি সভায় বসেছেন স্থানীয় প্রশাসন। সংক্রমনরোধ ও সচেতনতা বৃদ্ধি করণীয় ঠিক করতে বৃহস্পতিবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জরুরী সভাটি অনুষ্ঠিত হয়, এতে সভাপত্বি করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

রাঙামাটিতে সংক্রমনের হার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সভায় বেশি কিছু গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরিধান করতে হবে, রাত আটটার মধ্যে দোকানপাঠ বন্ধ রাখতে হবে, হোটেল রেস্তোরাগুলো স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে এবং অবশ্যই রাত দশটায় বন্ধ করতে হবে, হোটেল রেস্তোরাতে যারা অবস্থান নিবেন তাদের অবশ্যই টিকা কার্ড সঙ্গে রাখতে হবে, পর্যটন স্পটগুলোতে যাতে ভিড় লেগে না থাকে তার জন্য স্বেচ্ছাসেবক টিম কাজ করবে, যানবাহন অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসনের নিয়োজিত মোবাইল টিম সার্বক্ষনিক মনিটরিং করবে। করোনার স্বাস্থ্যবিধির ব্যত্যয় ঘটলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি করোনার সংক্রমনরোধে সকলের সহযোগিতা কামনা করেন।জরুরী সভার পরপরই জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মোদদাছছেন হোসেন যৌথভাবে করোনা সংক্রমনরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে উদ্বুদ্ধকরণ প্রচারণা চালিয়ে যাচ্ছেন । এব্যাপারে সার্বিক সহযোগিতায় আছেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, পৌর মেয়র আকবর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্যরা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.