নেত্রকোণায় শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

শেখ হাসিনা সোনার বাংলা গড়ার কারীগর - মেয়র নজরুল ইসলাম খান

0

মেহেদী হাসান আকন্দ নেত্রকোণা : নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নেত্রকোণা জেলা যুবলীগের উদ্যোগে এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক যুব নেতা জামীউল ইসলাম জামী’র উদ্যোগে খাবার বিতরণ অনুষ্টান উদ্ভোধন করেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ মো: নজরুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, মেদনী ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর নোমান, পৌর প্যানেল চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর মহসিন, যুবনেতা জুলহাস, রিপন খান, সরল, রনি, মাসুদ প্রমুখ। খাবার বিতরণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ মো: নজরুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার কারীগর। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করলেন।

তিনি নেত্রকোণার বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বলেন, নেত্রকোণার মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নেত্রকোণা সদর আধুনিক হাসপাতালকে ১০০শয্যায় উন্নীত করেছেন। নেত্রকোণার মানুষের উন্নত শিক্ষা নিশ্চিত করতে স্থাপন করেছেন, মেডিকেল কলেজ, শেখ হাসিনা বিশ্বদ্যিালয়, শেখ কামাল আইসিটি সেন্টার। রাজধানী ঢাকার সাথেউন্নত যোগাযোগ স্থাপনে রেলওয়েতে যুক্ত করেছেন আধুনিক সেবা সম্বলিত অত্যাধুনিক ট্রেন সার্ভিস। তিনি আরো বলেন, আজ জনগনের মাঝে হা-হাকার নাই। দীর্ঘদিন দেশে করোনা সংকট থাকলেও কেউ অনাহারে নাই। সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, হিজড়া ও সংখ্যা লঘুদের ভাতা প্রদানের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে। কৃষকদের মাঝে নেই কোন সারের সংকট। সারের জন্য আর কৃষকদের জীবন দিতে হয়না। সঠিক সময়ে কৃষকরা পাচ্ছে কৃষি উপকরন আর ন্যায্য দামে বিক্রি করছে তাদের উৎপাদিত কৃষি পণ্য। তিনি জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.