দুর্দৈব । কাজী আতীক । নিউ ইয়র্ক

0
দুর্দৈব
– কাজী আতীক
অবিকল সেই চিরায়ত চঞ্চলা বোধ
মধ্য দুপুর ব্যাকুলতার মতো এক বিঘ্ন অনুভব
অবিরাম তুষার অঝোর হয়ে ঢেকে যাওয়া সড়ক যেমন
মনের গভীরে কেবল এক আনকোরা খোঁজ।
কে যেনো দৈবাৎ হাত ইশারায় দেখায় সম্মুখ
কি যেনো বিস্ময় চমকের মতো দৃশ্য থেকে দৃশ্যান্তর হয়,
অনন্তর- হিমবাহ বাহু মেলে ঝাপটে ধরে যেনো
স্পর্শের অনুভব হারা ত্বক খুঁজে উষ্ণ ছোঁয়া কোনো।
বরফের ভেতর শক্ত ভিতের খুঁজে
পা’দুটো যেমন ডেবে যায় আরো
পৃথিবীটা মনে হয় যেনো বড়ো বেশি বেসামাল অবিরত।
(নিউ ইয়র্ক, ১৮ ডিসেম্বর ‘২০২০)
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.